সার্বিক পরিস্থিতি খুবই উদ্বেগের

আজকের পত্রিকা অরুণ কর্মকার প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ১১:০৭

দেশের বর্তমান পরিস্থিতিতে নিরুদ্বিগ্ন একজন মানুষও বোধ হয় খুঁজে পাওয়া যাবে না। অর্থনৈতিক, সামাজিক, আইনশৃঙ্খলা—সব ক্ষেত্রেই পরিস্থিতি উদ্বেগজনক। আপাতদৃষ্টিতে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে কিছু লোক বেশি রকম বেপরোয়া হয়ে উঠেছে। সাধারণ মানুষ ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ কর্তৃত্ববাদী শাসন অবসানের পর মানুষ ভেবেছিল এবার দেশে একটা মুক্ত, গণতান্ত্রিক, জনবান্ধব পরিবেশ ফিরে আসবে। মুক্ত পরিবেশে, মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নিতে পারবে সবাই। কিন্তু সেই আশার উজ্জ্বল আলো ক্রমান্বয়ে গোধূলির মতো ম্রিয়মাণ হয়ে আসছে বলে মনে হয়।


বহুল আলোচিত চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, তাঁর গ্রেপ্তার, তাঁকে আদালতে আনা-নেওয়ার সময় সংঘটিত আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ড এবং তাঁকে কেন্দ্র করে অনেক অবাঞ্ছিত ঘটনা এখনো চলমান। এই ঘটনা সম্পর্কে প্রতিদিন নতুন তথ্যাদি জনসমক্ষে আসছে। তাই সেটি নিয়ে আলাদা করে এখানে কিছু না বললেও চলে। তার চেয়েও বড় কথা, ওই ঘটনাবলি ছাড়াও গভীর উদ্বেগজনক এত কিছু প্রতিদিন ঘটে চলেছে, সেগুলো নিয়ে অনেক কথাই বলার থেকে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us