নির্বাচনে হারলেও বিএনপির প্রতি এখনও মানুষের আস্থা আছে: মাহবুবুর রহমান

আমাদের সময় প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯, ১২:৪৪

নির্বাচনে হারলেও  বিএনপির প্রতি দেশের ব্যাপকসংখ্যক মানুষের আস্থা আছে। সেই আস্থাকে সম্বল করেই আমাদের এগোতে হবে বলে মন্তব্য করেছেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাংসদ লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান। রোববার প্রথম আলোর সাথে আলাপকালে তিনি একথা বলেন। মাহবুবুর রহমান বলেন, বিএনপি অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।  প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে বিএনপি চললেও এখনই সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়েছে। নির্বাচন প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, খালেদা জিয়া জেলে রেখেই বিএনপি নির্বাচনে গেল। কিন্তু সেই নির্বাচনে সাংঘাতিক বিপর্যয় ঘটল। যে ফলাফল এসেছে, তা ছিল অচিন্তনীয়। নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বিএনপিকে এই হতাশা কাটিয়ে উঠতে হবে। তিনি বলেন, নির্বাচনে  ফলাফল বিপর্যয়ের জন্য পুরোপুরি বিএনপিকে দায়ী করাও ঠিক হবে না। যে নির্বাচন কমিশন নির্বাচনটি পরিচালনা করেছে, প্রতিটি ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us