ঢাকায় ইরানি চলচ্চিত্র প্রদর্শনী ৮ ফেব্ব্রুরয়ারি শুরু

আমাদের সময় প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯, ১২:৪৬

রাজধানী ঢাকায় আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শনী। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। ইরানের ৪০তম বিজয় বার্ষিকী উপলক্ষে ৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪.০০ টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মুহাম্মদ রেজা নাফার ও বিশিষ্ট অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক তৌকির আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে একটি চলচ্চিত্র দেখানো হলেও ৯ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুটি করে চলচ্চিত্র দেখানো হবে।উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হবে রাসূল মোল্লাঘোলিপুর পরিচালিত ছবি ‘মীম মেছলে মা’দার’ বা (এম ফর মাদার)।আর ৯ ফেব্রুয়ারি থেকে দেখানো হবে ইরানের বিখ্যাত পরিচালক মাজীদ মাজীদী নির্মিত চলচ্চিত্র আ’ভা’যে গোনজেশ্কহা’, পুরান দেরাখ্শান্দে পরিচালিত পারান্দে কুচেক খোশবাখ্তী, তাহমিনেহ মিলানী পরিচালিত ছবি সুপার স্টার, মাহদী ফাকহীম যাদেহ পরিচালিত চলচ্চিত্র ‘শেতাব যাদেহ’, আলী হাতামী পরিচালিত মা’দার(মা), শাহপুর কারীব পরিচালিত ছবি বোগযার যেন্দিগি কোনাম, রাসূল সাদ্রআমেলী পরিচালিত ছবি দোখতারী বা’কাফাসহা’য়ে কেতা’বী (দ্যা গার্ল ইন দ্যা স্নিকার্স) ও হাবীব কা’বুশ পরিচালিত ছবি ‘ওমীদ’। এই চলচ্চিত্র দেখার জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us