ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ৪ পাকিস্তানি সৈন্য নিহত
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯, ১১:৪০
আব্দুর রাজ্জাক : ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে অন্তত ৪ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানের বিরুদ্ধে বেসামরিক এলাকা লাইন অব কন্ট্রোল নীতি ভঙ্গ করে ভারতীয় সীমান্তরক্ষী হত্যার প্রতিশোধ নিতেই গত মঙ্গলবার ও বৃহস্পতিবার পাল্টা হামলা চালানো হয়েছিলো বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। হিন্দুস্তান টাইমসসম্প্রতি জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানী ¯œাইপারের গুলি ও বিস্ফোরণের আঘাতে ভারতীয় একজন সামরিক কর্মকর্তা, একজন সৈন্য ও একজন সীমান্তরক্ষী নিহত হয়েছিলো বলে অভিযোগ রয়েছে। সীমান্ত নীতি উপেক্ষা করে এমন হামলার প্রতিশোধ নিতেই ভারতীয় নিরাপত্তা বাহিনী পাল্টা হামলা চালিয়ে ৪৮ ঘন্টায় পাকিস্তানের ৪ জন নিয়মিত সৈন্যকে হত্যা করেছে বলে নাম প্রকাশ না করার শর্তে একজন ভারতীয় সামরিক কর্মকর্তা জানিয়েছেন।অন্য একজন ভারতীয় সীমান্তরক্ষী বলেন, পাকিস্তানী সৈন্য নিহতের সংখ্যা ৫ জন। সীমান্তের ওপারে পাকিস্তানের রাজৌরিতে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন।গতবছর কাশ্মীর এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট ২৫০ জনকে হত্যা করা হয়েছে, ৫৪ জনকে জীবিত আটক করা হয়েছে এবং আরো ৪ জন আত্মসমর্পন করেছে বলে জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ভারতীয় আর্মি কমান্ডার লে. জেনারেল রনবির সিং।