নির্বাচনে জয়ী হলেও আমরা রাজনীতি করবো এবং নির্বাচনে পরাজিত হলেও রাজনীতি করবো : আখতারুজ্জামান
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০১৯, ১১:২৮
ফাহিম বিজয় : বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান বলেছেন, ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছিলো অনেক কৌশলকে সামনে রেখে। বেগম খালেদা জিয়ার মুক্তি, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। এগুলো কি কেউ বলেছিলো? আমরা কী কারণে ঐক্য করেছি তাতো সকলেই জানেন। আমরা অনেক আশাÑপ্রত্যাশা নিয়ে ঐক্য করেছি এমনটি নয়। আমরা হলাম খেলোয়ার। আমাদের জিতলেও খেলতে হয়, হারলেও খেলতে হয়।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা কিন্তু জেতার প্রত্যাশা নিয়ে খেলিনি। আমরা রাজনীতিবিদ। আমরা রাজনীতি করি জনগণের কল্যাণে। নির্বাচনে জয়ী হলেও আমরা রাজনীতি করবো এবং নির্বাচনে পরাজিত হলেও আমরা রাজনীতি করবো। আমাদের আশা-আকাক্সক্ষা বা প্রত্যাশা বলে কিছু নেই। এখন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে তা বলার জন্য আমি উপযুক্ত নই। আমাদের নীতি-নির্ধারকরা রয়েছেন তারা বলবেন।