‘এখন নতুন সিদ্ধান্ত নিয়েছি’

মানবজমিন প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। নিজের ব্যান্ড ওয়ারফেজের মাধ্যমে প্রথম সফলতা পান। এর পর একক ক্যারিয়ারে ধূমকেতুর মতো করেই আবির্ভাব বালামের। তার প্রথম একক অ্যালবাম ছিলো সুপার ডুপার হিট। এর পর ধারাবাহিকভাবে অ্যালবাম প্রকাশ করে গেছেন। পাশাপাশি স্টেজ শো করে গেছেন নিয়মিত। সব মিলিয়ে গান এখন আগের তুলনায় কম করছেন বালাম। কেমন আছেন? দিনকাল কেমন কাটছে? বালাম বলেন, বেশ ভালো আছি। সময়টাও ভালোই কাটছে। গানের ব্যস্ততার মধ্যেই আছি। এখন ব্যস্ততা কি নিয়ে? বালাম বলেন, ব্যস্ততা মূলত গান নিয়ে। আমি প্রতিদিন স্টুডিওতে গান এর কাজ করছি। গান ভাঙতে গড়তে আমার ভালো লাগে। এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। সেটাই করছি প্রতিনিয়ত। আপনি একটা সময় নিয়মিত গান প্রকাশ করতেন। এখন সেটা কেন হচ্ছে না? বালাম বলেন, আমি গত কয়েক বছর ধরে নিয়মিত গান প্রকাশ করিনি এটা ঠিক। তবে সব সময় গানের মধ্যেই ছিলাম। স্টুডিওতে নিয়মিত কাজ করেছি, শো করেছি। আসলে ইন্ডাস্ট্রির অবস্থাও এ সময় বদলেছে। তাছাড়া মনের মতো করে গান প্রকাশ করতে চেয়েছি সব সময়। এর বাইরে যেতে চাইনি। তাছাড়া আমি ভিন্নধর্মী গান করতে চেয়েছি। গানের সুর ও সংগীতে ভিন্নতা আনতে চেয়েছি। এটাও একটা কারণ। সব মিলিয়ে একটা গ্যাপ।  আমি জানি আমার শ্রোতাদের অভিযোগ থাকতে পারে আমার কম গান করা নিয়ে। তবে এখন নতুন সিদ্ধান্ত নিয়েছি। নিয়মিত গান প্রকাশ করবো। সেই লক্ষ্যে নিয়ে কাজ করছি। ঠিক করেছি প্রতি মাসে একটি করে গান প্রকাশ করবো। চলতি মাসের শেষের দিক থেকেই শুরু করবো গান প্রকাশ। তবে শুধু নিজের নয়, আমার সুর ও সংগীতে তরুণ মেধাবীদের গান করারও পরিকল্পনা রয়েছে। এখন মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? বালাম উত্তরে বলেন, এখন অবস্থা খুব ভালো না, আবার খারাপ না। তবে অনেক কোম্পানি এখন গানে বিনিয়োগ করছে, এটা ইতিবাচক দিক। তাছাড়া যে কেউ ইচ্ছে করলে নিজের ইউটিউব চ্যানেলেও গান প্রকাশ করতে পারছে। এখন গান প্রকাশ ও শোনা সহজ আগের থেকে। এটার ইতিবাচক  দিক আছে, নেতিবাচকও। কারণ  এখন যে কেউ গান প্রকাশ করতে পারায় গানের মান থাকছে না। আর শ্রোতাদের হাতে চলে গেছে গান গ্রহণ ও বর্জনের পুরো  বিষয়টি। সব মিলিয়ে আমি বলবো আরো সময় দিতে হবে। তবেই ডিজিটাল ইন্ডাস্ট্রি থেকে আমরা সুফল পাবো। তরুণরা কেমন করছে বলে মনে হয়? বালাম বলেন, ভালো করছে। অনেকের কাজই আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। বেশ কিছু মেধাবী গীতিকার, সুরকার ও শিল্পী এসেছেন। এরা নিজেদের প্রমাণ করছেন। তবে একটি কথা বলতে চাই যে নিজস্ব স্টাইল তৈরি করতে হবে। অন্যকে অনুসরণ করা যেতেই পারে, কিন্তু অনুকরণ নয়। তাছাড়া মৌলিক গানের ওপর গুরুত্ব দিতে হবে। আমি তরুণদের নিয়ে খুব আশাবাদী। তারাই সামনে মিউজিক ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দিবে। সঠিক পথে চললে তারা সামনে খুব ভালো করবে বলেই আমি বিশ্বাস রাখতে চাই। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। সংসার কেমন চলছে? বালাম হেসে বলেন, খুব ভালো চলছে। পরিবারের সাপোর্ট অনেক বড় একটি বিষয়। স্ত্রী ও সন্তান থেকেও সেটা অনেক পাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এভাবেই ভালো থাকতে পারি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us