সমাজ ব্যবস্থাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে গ্রাম। স্থান কাল ভেদে অনেক গ্রামের বৈশিষ্টও ভিন্ন। কিছু গ্রাম আছে, যা অদ্ভুত। কোনো গ্রাম দাবার জন্য বিখ্যাত। কোনো গ্রামের বাসিন্দারা মাটিতে নয়, হাঁটাচলা করেন দড়ির উপর দিয়ে। কোনো গ্রামে আবার লোকসংখ্যা মাত্র একজন। আবার এমনও গ্রাম আছে যেখানকার মানুষ হঠাৎ করেই দীর্ঘ ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন, সহজে ভাঙে না সেই ঘুম। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন কিছু আজব গ্রাম আছে, যার রীতিনীতি হালচাল বড়ই অদ্ভূত।