প্রতিরক্ষা ব্যয় বাড়াতে জার্মানিকে যুক্তরাষ্ট্রের চাপ

মানবজমিন প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯, ০০:০০

প্রতিরক্ষা ব্যয় বাড়াতে জার্মানিকে চাপ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যথায় জার্মানি থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ারও হুমকি দিয়েছে দেশটি। ন্যাটোতে অর্থায়ন নিয়ে বার্লিন এবং ওয়াশিংটনের মধ্যে মতবিরোধের জের ধরে জার্মানিতে অবস্থানরত কিছু সেনা প্রত্যাহার করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনা ঘাঁটির জন্য সম্ভাব্য নতুন অবস্থান হিসেবে পোল্যান্ডকে চিহ্নিত করেছে তারা। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে।ওয়াশিংটনের এসব হুমকিকে আমলে নিচ্ছেন না জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। গত সপ্তাহে তা নাকচ করে দিয়েছেন তিনি। তবে জার্মানির সামরিক সক্ষমতা বাড়াতে আরো কিছু উদ্যোগ নেয়া দরকার বলে মনে করেন মারকেল। জার্মানিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে গত সাত বছরে অন্তত ২৪৩ মিলিয়ন ইউরো সহযোগিতা দিয়েছে জার্মান সরকার।আর ন্যাটোর পেছনে গুনতে হয়েছে আরো ৪৮০ মিলিয়ন ইউরো। সংসদে লেফট পার্টির পক্ষ থেকে অর্থমন্ত্রীর কাছে এসব বিষয়ে জানতে চাইলে অর্থের পরিমাণটা বেরিয়ে আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা ডিপিএ। ইউরোপের মধ্যে জার্মানি একমাত্র দেশ যেখানে বেশি সংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ৩৫ হাজার মার্কিন সেনার পাশাপাশি ১৭ হাজার বেসামরিক মার্কিন নাগরিক আছে জার্মানিতে। মার্কিন সেনা ঘাঁটি ঘিরে কর্মরত আছে অন্তত ১২ হাজার জার্মান নাগরিক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us