তালেবানের যে আইন ও নীতি বিভাজন বাড়িয়ে তুলছে

প্রথম আলো লক্ষ্মী বেণুগোপাল মেনন প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১

আফগানিস্তানে গত ২১ আগস্ট কঠোর জননৈতিকতা আইন চালু হয়েছে। ১১৪ পাতার এই আইনে গণপরিবহন, গণমাধ্যম, সংগীত, জনপরিসর, ব্যক্তিগত পর্যায়—এসব ক্ষেত্রে কী ধরনের আচরণ করা যাবে, তার বিধিবিধান দেওয়া হয়েছে। সবচেয়ে বড় খড়্গটা নেমে এসেছে সংগীতের ওপর নিষেধাজ্ঞা। প্রকাশ্যে মেয়েদের গান গাওয়া ও জোরে পড়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


এই আইন ঘোষণার পর আন্তর্জাতিক পরিসরে ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছে। নারীদের ওপর বিধিনিষেধ সহজ করার জন্য যে প্রতিশ্রুতি তালেবান সরকার নিয়েছিল, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।


প্রকাশ্যে বিরোধিতা না হলেও এই আইন আফগানিস্তানের ভেতরেও অনেক বড় অস্বস্তির জন্ম দিয়েছে। এর কারণে তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে গোষ্ঠীটির সদস্যদের বিভাজন এড়িয়ে ঐক্যকে আলিঙ্গন করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।


জননৈতিকতা আইন পাসের মাধ্যমে যে বিষয়টি পরিষ্কার, সেটি হলো তালেবান শাসকেরা আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই অতিরক্ষণশীল নীতির দিকে এগোচ্ছে। একই সঙ্গে এই ঘটনার মধ্য দিয়ে বেরিয়ে এল যে তালেবান নেতৃত্বের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us