দীর্ঘ হতে হতে ক্রমশ ছোট হয়ে আসে
দুটি ছায়া। আবারও দীর্ঘ হয়...অনন্তকাল ধরে এই পথ হাঁটা শেষ হয় না।আর কত দূর যাব আমরা, কত দূর?
কবি অনিকেত শামীমের পথ হাঁটা সেই শুরুর পর থেকে কেবলই চলছে…। গন্তব্য অনেক দূর, দূরান্তে। এক মাইলফলক ছুঁয়ে হেঁটে চলেন আরেক মাইলফলকের দিকে। তাই তো শামীমুল হক শামীম যখন ঢাকায় এলেন, তিনি হয়ে গেলেন অনিকেত শামীম! চাকরির পাশাপাশি...