আমরা গণতন্ত্রের কথা বলি। গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের শাসন। কিন্তু গণতন্ত্রের পরীক্ষা হয় সংখ্যালঘুর ওপর সংখ্যাগুরুর আচরণের মধ্য দিয়ে। আমরা এ পরীক্ষায় এখনো পাস করতে পারিনি। দ্বিজাতি তত্ত্বের ভূত এখনো মাথায় রয়ে গেছে, চেতনে কিংবা অবচেতনে। লিখেছেন মহিউদ্দিন আহমদ।