এই বিশাল মৃত্যুর বহরের পেছনে ‘ভীতিকর আতঙ্ক’ বা ‘প্যানিক’ও ছিল বড় ক্রীড়নক। বিড়াল বিষয়ে প্যানিক, ডাইনি সম্পর্কে প্যানিক, অমঙ্গলের ভীতিতে প্যানিক ইত্যাদি। আধুনিক রোগতত্ত্ববিদ্যামতে, কোনো মহামারিতে মৃত্যুর এবং দ্রুতমৃত্যুর অন্তত ৫০ শতাংশই ঘটে ‘প্যানিক অ্যাটক’-এর কারণে। লিখেছেন নৃবিজ্ঞানী হেলাল মহিউদ্দীন