কমিশনারের ভাতিজার গুলিতে সিরাজদিখানে রাজমিস্ত্রির মৃত্যু

মানবজমিন প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০০:০০

সিরাজদিখানে তেজগাঁও থানা ২৬নং ওয়ার্ড কমিশনার শামিম হাসান মোল্লার ভাতিজা ইসমাইল হোসেন মোল্লার গুলিতে রাজ মিস্ত্রি ওবায়দুল (৩২) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামে। এ ঘটনায় ইসমাইলের স্ত্রী বেবিকে আটক করেছে পুলিশ। ইসমাইল মোল্লা রাতেই পালিয়েছে। মৃত ওবায়দুল কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার বজ্রাদিয়ারখাতা গ্রামের মৃত মুনসার আলীর ছেলে। ধারণা করা হচ্ছে, যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে সেটির মালিক ঢাকা উত্তরের ওয়ার্ড কমিশনার শামিম মোল্লা।এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় ইসমাইল মোল্লা ঠিকাদার ওবায়দুলকে বাড়ির ভেতর থেকে রাস্তায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে গুলি করে ইসমাইল। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায়। লাশটি মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেলে রয়েছে। ঠিকাদার ওবায়দুল প্রায় ৬ মাস ধরে সিরাজদিখান উপজেলার শিয়ালদী মোল্লাবাড়ী (কমিশনার শামিম মোল্লার গ্রামের বাড়ি) ইমারত নির্মাণ কাজ করে আসছে। গতকাল ইমারতের টাইলস এর কাজের জন্য মিস্ত্রি লাগিয়েছে। সোমবার সকালে কমিশনার শামিম মোল্লা গ্রামের বাড়ি এসে ছিলেন।মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, শামিম হাসান মোল্লা তেজগাঁও থানার ২৬নং ওয়ার্ড কমিশনার। তার গ্রামের বাড়ির রাজ মিস্ত্রি ওবায়দুলকে গুলি করে তারই ভাতিজা ইসমাইল হোসেন মোল্লা। তবে পিস্তলটি কার সেটা জানা যায়নি এবং পিস্তল উদ্ধার হয়নি। আসামিকে আটকের জোর চেষ্টা চলছে। ওবায়দুলের স্বজনরা যোগাযোগ  রেখেছে, মামলা প্রক্রিয়াধীন। ইসমাইলের স্ত্রী বেবি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ইসমাইলকে গ্রেপ্তার ও পিস্তল উদ্ধারের পর ব্লাস্টার টেস্টের পর বিস্তারিত বলা যাবে। লাশ ময়না তদন্তের পর ঢাকা মেডিকেলে রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us