হামলা হলেও মার্কিন চাপে নত হবে না ইরান: রূহানী

মানবজমিন প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০০:০০

হামলার শিকার হলেও ইরান কখনো মার্কিন চাপের কাছে আত্মসমর্পন করবে না এবং নিজের লক্ষ্য থেকে সরে যাবে না। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রূহানী। বৃহ¯পতিবার বার্তা সংস্থা ফার্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে আল-জাজিরা অনলাইন।রূহানী বলেন, এক বছরেরও অধিক সময় আগে ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপ করা হয়। কিন্তু আমাদের মানুষরা শত কষ্টের পরেও মাথা নত করেনি। এরপর তিনি জোর গলায় বলেন, আমাদের দরকার তীব্র প্রতিরোধ। আমাদের শত্রুরা বুঝতে পারবে, যদি আমাদের বোমা মারা হয়, আমাদের শিশুরা শহীদ হয় বা তাদেরকে আটক করা হয় তবুও আমরা হাল ছেরে দেব না।এর একদিন আগে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি শত্রুদের হুমকি দিয়ে বলেন, তেহরানের দিকে আগানোর চেষ্টা করলে কঠিন জবাব দেবে ইরান। এসময় তিনি ইরাকের সঙ্গে যুদ্ধে ইরানের সফলতার কথা তুলে ধরেন। উল্লেখ্য, ইরানের কথিত হুমকির মুখে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী প্রেরণের মধ্য দিয়ে এ অঞ্চলে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us