তীব্র তাপপ্রবাহের মধ্যে খাতুনগঞ্জের বাজারে উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ, রসুন ও আদা। ঈদুল ফিতরের পর ১৫ দিনের ব্যবধানে হঠাৎ বাড়তে শুরু করেছে এসব নিত্যপণ্যের দাম। প্রতি কেজি পেঁয়াজ ১০ টাকা, রসুন ৩০ ও আদা ৩৫-৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
ভোগ্যপণ্যের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ ও চাক্তাই। এ বাজার থেকে চট্টগ্রাম-কক্সবাজারসহ আশপাশের জেলা-উপজেলায় ভোগ্যপণ্য সরবরাহ করা হয়। পাইকারি এ বাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে চট্টগ্রামজুড়ে।
খাতুনগঞ্জ ও চাক্তাই এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ কমেছে। পাশাপাশি চোরাইপথে আসা ভারতীয় পেঁয়াজের জোগানও কমে যাওয়ায় পেঁয়াজের বাজার কিছুটা অস্থিতিশীল। পাশাপাশি রসুন ও আদার জোগান আসে চায়না (চীন) থেকে। চায়নায় বুকিং রেট বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশে রসুন ও আদার দাম বাড়তি।