মীরাক্কেল তারকা কায়কোবাদ কারাগারে

মানবজমিন প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০০:০০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মীরাক্কেল তারকা মো. কায়কোবাদকে কারাগারে পাঠিয়েছে আদালত। অভিযুক্ত কায়কোবাদ চবির নাট্যকলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিসট্রেট হেলাল উদ্দিনের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।চট্টগ্রাম আদালতের পরিদর্শক বিজন কুমার বড়ুয়া বলেন, নারী ও শিশু নির্যাতন মামলায় আটক হওয়া মো. কায়কোবাদকে বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিসট্রেট হেলাল উদ্দিনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত সন্ধ্যায় তাকে কারাগারে প্রেরণ করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ওই ছাত্রী হাটহাজারী থানায় ধর্ষণের ঘটনায় কায়কোবাদকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে রাতেই বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করে হাটহাজারী থানা পুলিশ। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ভুক্তভোগী ছাত্রীর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। পরে মঙ্গলবার রাতে অভিযুক্ত কায়কোবাদকে আটক করে বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়।ওই ছাত্রীর অভিযোগ, ২০১৮ সালের ৩১শে জানুয়ারিতে কায়কোবাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছাত্রীর পরিচয়। পরবর্তীতে সে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সমপর্ক করার চেষ্টা করে। একপর্যায়ে কায়কোবাদ সমপর্ক রাখবে না বলে হুমকি দিয়ে তাকে শারীরিক সমপর্ক করতে বাধ্য করে। কিন্তু হঠাৎ সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। হঠাৎ গত সোমবার কায়কোবাদ তাকে দেখা করতে বলে। দেখা করতে গেলে সে তাকে গালিগালাজ ও মারধর করতে থাকে। টেনে হিঁচড়ে চবির শাহ আমানত হলের গেস্ট রুমে নিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে তাকে উদ্ধার করে। ৩০শে এপ্রিল আমি থানায় মামলা দায়ের করি। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে লিখিতভাবে জানিয়েছি আমি। প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, অভিযোগ হাতে পেয়েছি। অভিযোগটি যাচাই বাছাই করার জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠানো হয়েছে। উল্লেখ্য, অভিযুক্ত কায়কোবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তিনি ২০১৬ সালে জি-বাংলার অন্যতম অনুষ্ঠান মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯-এ সেরা দশে স্থান পাওয়ার গৌরব অর্জন করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us