You have reached your daily news limit

Please log in to continue


পাকুন্দিয়ায় ‘সততা স্টোর’ উদ্বোধন

পাকুন্দিয়ায় পৃথক দুটি বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা চর্চার লক্ষ্যে গতকাল দুপুরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে উপজেলার হোসেন্দী উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়। গতকাল দুপুর ১টার দিকে পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আবদুল হান্নানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সততা স্টোরের উদ্বোধন করেন। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এমএ রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা বেগম, দশম শ্রেণির শিক্ষার্থী সাইয়েদা আরফিন অর্পিতা ও নবম শ্রেণির শিক্ষার্থী তাইয়েবা রহমান দিপা প্রমুখ। এদিকে সকাল ১১টার দিকে উপজেলার হোসেন্দী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে অপর একটি সততা স্টোরের উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ মোকলেছুর রহমান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন