৪ মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৫১৬০ কোটি টাকা

মানবজমিন প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০০:০০

রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকসহ বেসরকারি চারটি মোবাইল কোম্পানি গ্রামীণফোন, রবি ও প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (সিটিসেল) কাছে ১৫ হাজার ১৬০ কোটি ৩১ লাখ টাকার রাজস্ব বকেয়া রয়েছে। রাজস্ব বকেয়ার তালিকায় শীর্ষে টেলিটক, এরপরই গ্রামীণ ফোন। আপত্তিকৃত অর্থ পরিশোধের জন্য গ্রামীণফোন ও রবি আজিয়াটাকে ইতিমধ্যে চিঠি দেয়া হয়েছে। গতকাল সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। সরকার দলীয় সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের লিখিত জবাবে তিনি আরো জানান, বিটিআরসি কর্তৃক সরকারি রাজস্ব নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল অপারেটরগুলো নিয়মিত অডিট করা হয়। ইতিমধ্যে গ্রামীণফোন লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেডের অডিট কার্যক্রম সম্পন্ন হয়েছে। বকেয়া টাকা পরিশোধ না করায় সিটিসেলের কার্যক্রম বন্ধ রয়েছে। এ সংক্রান্ত জটিলতা কাটাতে হাইকোর্টে একাধিক মামলা রয়েছে। মন্ত্রী জানান, অডিট রিপোর্ট অনুযায়ী বর্তমানে চালু ফোন কোম্পানিগুলো মধ্যে সিটিসেলের কাছে ১২৮ কোটি টাকার রাজস্ব বকেয়া রয়েছে। এছাড়া গ্রামীণফোন লিমিটেডের কাছে অডিট আপত্তির পরিমাণ ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবি আজিয়াটার কাছে বকেয়া ৮৬৭ কোটি  ২৩ লাখ টাকা। আর রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে ৩জি স্পেকট্রাম এ্যাসাইনমেন্ট ফি বাবদ এক হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ টাকার অডিট আপত্তি রয়েছে। বাংলালিংক কমিউনিকেশন লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড মোবাইল অপারেটর দু’টির অডিট কার্যক্রম শুরুর লক্ষ্যে অডিটর নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি দলের অপর সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা রয়েছে। এ কাজ বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us