সুদিন আসবে। সাত সমুদ্দুর দুঃখবোধ নিয়ে শহর ঘুরছি। দেখে চলছি দুই পাশের দেয়াল। খুব জানার ইচ্ছে ওদের কানে কত কান্না, ক্ষোভ, নালিশ জমেছে। যে সময়টা পার হচ্ছি, সেই সময়টায় আমাদের কারো অবয়ব নেই। ভেঙে পড়েছে। অবক্ষয়, ধস থেকে নিজেকে কে কতটুকু রক্ষা করতে পারছি? নিশ্চুপ থাকাও তো এক প্রকার পতন। সেই...