নারীবাদ আমাদের মধ্যে তৈরি করেছে সেই মূল্যবোধ, যার কারণে আমরা মুক্তি পেয়েছি নিরন্তর অপরাধবোধ থেকে
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ২২:২৩
সাদিয়া নাসরিন : নারী-পুরুষের মধ্যে সম্পর্কের মেরুকরণ স্পষ্টতই ভিন্ন এবং স্বার্থের দ্বন্দ্বও পরিষ্কার। এই দ্বন্দ্ব একারণে নয় যে, আমি নারী আপনি পুরুষ। বরং এর পেছনের কারণটি হলো নারী-পুরুষের সামাজিক শ্রমবিভাজন ও তার হাত ধরে তৈরি হওয়া ভিন্ন ভিন্ন অধিকার, চাহিদা ও বৈষম্য। নারীবাদ সম্পর্কের সেই মেরুকরণের নতুন নির্মাণ চায়। এখন পুরুষ যেহেতু সেই মেরুকরণের প্রাথমিক সুবিধাভোগী, …