পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘গত ১৬ বছরে দলীয়ভাবে প্রভাব এত আসছে যে, আমরা হেন অন্যায় নাই করি নাই। এটা আপনারাও জানেন, আমরাও জানি। এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত।’
শনিবার দুপুরে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইজিপি এ কথাগুলো বলেন। তিনি বলেন, ‘পুলিশ বিভাগ যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে এমনটি পুলিশ সংস্কার কমিশনের কাছে দাবি করা হয়েছে। পুলিশে রাজনৈতিক কুপ্রভাব যেন না আসে, সুপ্রভাব আসে।’
পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এমন নির্মম আচরণ করেনি মন্তব্য করে বাহারুল আলম বলেন, ‘আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যখন এসব চিত্র দেখি, যেসব ঘটনা আমরা ঘটিয়েছি, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এ রকম করেনি। সেনাবাহিনী হয়তো যুদ্ধ করতে গিয়ে...পুলিশ এত নির্মম হতে পারে আমি ব্যক্তিগতভাবে ধারণা করতে পারিনি। আমরা ওই জায়গা থেকে বের করে আনার জন্য, ওইটা তারা কেন করতে গেলেন, এ রকম দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য তাদের এভাবে আদেশ দেওয়া হলো। ভূমিকাটা এ রকম হয়ে গেল যে, মানুষের প্রাণ সংহার করা। আমরা আগে কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটা মামলা দিয়ে ভেতরে রেখে দিয়েছি। কিন্তু একেবারে গুলি করে মেরে ফেলা! ফর দিস রিজন! এটার জন্য আমার কাছে কোনো জবাবই নাই। এই পর্যায়ে আমরা চলে গেছি, এটা থেকে উত্তরণটাই বড় চ্যালেঞ্জ।’