দেশে আর স্বৈরাচারী হতে দিয়েন না : আন্দালিব পার্থ

কালের কণ্ঠ প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:৩১

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘এখন যেন আমাদের মনে না হয় যে আমাদের অপজিশন নাই, যাই খুশি তাই করব। আপানারা ওই জিনিসটা দাঁড় করান। আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না।’


শনিবার (২১ ডিসেম্বর) নিজের ফেসবুকে শেয়ার করা ভিডিওতে এসব কথা বলতে শোনা যায়।

বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারটির বিষয়ে জানা যায়নি।


আন্দালিব রহমান পার্থ বলেন, ‘এই জনগণ ৫০ বছরই তো রাজনীতিবিদদের দেখেছে। আজকে এখানে আমার সব কথা বলা উচিত না। কিন্তু মনে হলো রক্ষী বাহিনীর কথা কেন এখন মনে পড়ল? এই রক্ষী বাহিনীর পরেও কি ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই? আওয়ামী লীগ এমপি বানায় নাই? এই ইয়াবা বদি, বিচ্ছু শামসুদের কি এসপিরা স্যালুট দেয় নাই? এগুলোই বাস্তব।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us