মাস তিনেক আগে সংগীতশিল্পী কনকচাঁপার জন্মদিনে শাবনূর বলেছিলেন, ‘আমার চলচ্চিত্র ক্যারিয়ারে তোমার বিশাল অবদান রয়েছে।’ গতকাল ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিনে তাঁকে প্রশংসায় ভাসালেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। শাবনূরকে বাংলাদেশের পরিপূর্ণ প্রতিভাময়ী অভিনয়শিল্পী হিসেবে বলেছেন, যাঁকে বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না।
কনকচাঁপার গাওয়া অসংখ্য গানে ঠোঁট মিলিয়েছেন জনপ্রিয় নায়িকা শাবনূর। এর মধ্যে ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘আমার নাকেরই ফুল বলে রে’, ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘ভালোবাসা থাকো তুমি দূরে’, ‘কিছু কিছু মানুষের জীবনে’সহ বেশির ভাগ গানই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। গায়িকা ও নায়িকার সঙ্গে দেখাসাক্ষাৎ না হলেও দুজনের প্রতি দুজনের শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক রয়েছে।
জন্মদিনে কনকচাঁপা তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘শাবনূর, একটি পরিপূর্ণ প্রতিভাময় শিল্পীর নাম, যাঁকে বাংলাদেশ কখনোই ভুলতে পারবে না! তাঁর অভিনয়শৈলী, তাঁর উচ্চারণ, তাঁর দৈহিক সৌন্দর্য, তাঁর চাঁদপানা মুখশ্রী গোলাপের মতো হাসি এবং তার নয়ন যুগল পুরো যুব সম্প্রদায়কে বুঁদ করে রেখেছে কয়েক যুগ। তার রেশ এখনো কাটেনি, কাটবেও না কখনো। এই “শাবনূর” অ্যাপিসোড থেকে দর্শক বেরোতেও চায়নি, চাইবেও না। কারণ, এমন প্রতিভার অধিকারী শত জনমে একজনই হয়।’