ইংল্যান্ডে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। যার পরিপ্রেক্ষিতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না তিনি।
পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ করা হয়েছে সাকিবের বোলিং। এমনকি দেশের বাইরে কোনো ঘরোয়া টুর্নামেন্টেও বোলিংয়ে দেখা যাবে না তাকে। অবশ্য বোলিং নিষিদ্ধ হলেও সাকিবের খেলায় কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু তার দলে ফেরা নিয়ে অচলাবস্থা কাটছে না। দেশের মাটিতে তো নয়ই, ভারতের পর কোনো বিদেশ সফরেও তাকে দেখা যায়নি। বিসিবির পক্ষ থেকেও এখন পর্যন্ত এ ব্যাপারে পরিষ্কার কোনো ধারণা দেওয়া হচ্ছে না।