চট্টগ্রামের পটিয়ায় মিজান (২৬) নামের এক ছাত্রদল নেতার ছুরিকাঘাতে সিজান (১৯) নামের আরেক ছাত্রদল নেতা আহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া সদরের ডাকবাংলো এলাকার উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
আহত সিজান উপজেলার কচুয়াই ইউনিয়নের উত্তর শ্রীমাই ৮ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে। অন্যদিকে হামলাকারী মিজান (২৬) কচুয়াই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মল্লপাড়া এলাকার বাসিন্দা। দুজনই দক্ষিণ জেলা বিএনপির সাবেক এনামুল হক এনামের অনুসারী।