বিজয় দিবসের প্রথম প্রহরে ছেলেদের জাতীয় দলের রোমাঞ্চকর জয়ের পর সাফল্য পেল বাংলাদেশের মেয়েরাও। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল তারা।
মালয়েশিয়ার বায়ুইমাস ওভালে সোমবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৮ রানে জেতে বাংলাদেশ। বৃষ্টিতে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ১২২ রান করে তারা। জবাবে ৮ উইকেটে ৯৪ রানে থামে লঙ্কানদের ইনিংস।
ব্যাটিংয়ে বাংলাদেশের কেউই তেমন বড় ইনিংস খেলতে পারেননি। পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের আটকে রেখে জয়ের বড় কারিগর নিশিতা আক্তার। ৪ ওভারে মাত্র ১৬ রানে ২ উইকেট নিয়ে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে জুয়াইরিয়া ফেরদৌসের উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে আর বিপদ ঘটতে দেননি মোসাম্মত ঈভা ও সুমাইয়া আক্তার সুবর্ণা। দ্বিতীয় উইকেট জুটিতে দুজন মিলে ৩৬ বলে যোগ করেন ৪৪ রান।
৩ চার, ১ ছক্কায় ২১ বলে ২৪ রান করেন সুবর্ণা। ঈভার ব্যাট থেকে আসে ৩ চারে ১৯ বলে ১৮ রান। এরপর জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আক্তার দ্রুত ফিরলে চাপে পড়ে যায় বাংলাদেশ।
ষষ্ঠ উইকেটে জুটি বেধে দলকে এগিয়ে নেন আফিয়া আসিমা ও সাদিয়া আক্তার। দুজনের ৪৩ বলের জুটিতে আসে ৪৯ রান। ১ চারের সঙ্গে ৩টি ছক্কা মারেন সাদিয়া। তার ব্যাট থেকে আসে দলের সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। আফিয়া করেন ২৩ বলে ২৫ রান।