কৃষ্ণসাগরে রাশিয়ার দুটি তেল ট্যাংকার ভেঙে ছড়াচ্ছে তেল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪, ২২:৪৯

কৃষ্নসাগরে খারাপ আবহওয়ার মধ্যে ২৯ জন ক্রুবাহী দুটি তেলের ট্যাংকার ভেঙে তেল ছড়িয়ে পড়তে শুরু করেছে। রাশিয়া কর্তৃপক্ষ একথা জানিয়েছে।


টেলিগ্রামে রাশিয়ার ‘সাউদার্ন ট্রান্সপোর্ট প্রসিকিউটর অফিস’- এর পোস্ট করা ভিডিও-তে দেখা গেছে, প্রচণ্ড ঝড়ের মধ্যে একটি ট্যাংকার অর্ধেক হয়ে ভেঙে ডুবে যাচ্ছে। আর পানিতে দেখা যাচ্ছে তেলের আস্তরণ।


তবে এই ভিডিও ফুটেজটি যাচাই করতে পারেনি বিবিসি। তাস বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ট্যাংকার ভেঙে যাওয়ার এ ঘটনায় অন্তত একজন ক্রুর মৃত্যু হয়েছে। রুশ কর্পক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে।


ঘটনাটি ঘটে রাশিয়া এবং ক্রাইমিয়া উপদ্বীপকে বিভক্তকারী কের্চ প্রণালীতে। সেখানে ইতোমধ্যেই উদ্ধার অভিযান এবং তেল পরিষ্কারের কাজ শুরু হয়েছে। টাগবোট এবং হেলিকপ্টারে করে এ অভিযানে অংশ নিচ্ছে ৫০ জনের বেশি কর্মকর্তা।


রাশিয়ার ফেডারেল সী অ্যান্ড ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট এজেন্সি ‘রসমোরেকফ্লোট’ এক বিবৃতিতে লিখেছে, “আজ কৃষ্ণসাগরে ঝড়ের কারণে দুটো ট্যাংকার ভলগোনেফট-২১২ এবং ভলগোনেফট- ২৩৯ ডুবে গেছে।”


সংস্থাটি জানায়, ট্যাংকারগুলোতে ১৫ জন ক্রু এবং অন্যান্য ১৪ জন আরোহী ছিল। দুর্ঘটনার ফলে ট্যাংকারে থাকা তেল ছড়িয়ে পড়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us