ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
রোববার (১৫ ডিসেম্বর) এ বৈঠক হয় বলে জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং চীন-বাংলাদেশের মধ্যকার ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় আগামীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হলে দুই দেশের সম্পর্ক এক নতুন মাত্রা অর্জন করবে বলে বিএনপির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেন মঈন খান।
দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটের সম্ভাব্য পরিবর্তনের প্রসঙ্গও এ বৈঠকে উঠে এসেছে বলে জানা গেছে।