দাবি না মানলে ১ জানুয়ারি থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা

কালের কণ্ঠ প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৫১

সিন্ডিকেট বন্ধ করাসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বিপিএর সভাপতি মো. সুমন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১০ দফা দাবি জানায় তারা।


চলতি বছরের মধ্যে দাবিগুলো না মানলে ১ জানুয়ারি থেকে সারা দেশের প্রান্তিক পোল্ট্রি খামারে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।


দাবিগুলো হলো বাণিজ্যিকভাবে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করা, বাণিজ্যিকভাবে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করতে হবে, ফিড ও মুরগির বাচ্চার সিন্ডিকেট বন্ধ ও প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে।


এ ছাড়া ক্ষুদ্র খামারিদের সহজ শর্তে ঋণ ও ভর্তুকির ব্যবস্থার দাবি জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য প্রণোদনার ব্যবস্থার দাবি জানিয়েছে বিপিএ।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের কাছে বারবার দাবি জানানোর পরও সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের সহযোগিতা করছে। তাই আমরা স্বল্প সময়ের আলটিমেটাম দিচ্ছি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us