চুল পড়া আর খুশকি দূর করে দেবে বেদানা, জানুন ব্যবহারবিধি

যুগান্তর প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:১২

আপনার মাথায় যে কটা চুল রয়েছে, সেগুলোকে ধরে রাখতে কত কিছুই না করছেন। কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। চুল পড়া বন্ধ হলেও থেকে যাচ্ছে খুশকি। আবার খুশকি দূর করার জন্য রাসায়নিক দেওয়া শ্যাম্পু ব্যবহার করলেও মুঠো মুঠো চুল উঠতে শুরু করছে। আবার দামি তেল, নামি শ্যাম্পু আর সিরাম— সবই বাদের খাতায় নাম লিখিয়েছেন। তাহলে এখন উপায় কি? নিশ্চয়ই একটা সমাধান আছেন। চলুন জেনে নেওয়া যাক কেশসজ্জাশিল্পীরা কি বলছেন।


জেনে নিন চুলের যত্নে বেদানা কীভাবে ব্যবহার করবেন—


১. বেদানার রস


নিষ্প্রাণ চুলে জেল্লা ফিরিয়ে দিতে পারে বেদানার রস। চুলের নিজস্ব রঙ ধরে রাখতেও সাহায্য করে বেদানা। আপনি শ্যাম্পু করার পর চুলে ও মাথার ত্বকে বেদানার রস মেখে নিন। এরপর মিনিট দুয়েক রেখে ধুয়ে ফেলুন। এতে আপনার চুলে জেল্লা ফিরে পাবেন।


২. বেদানার বীজের তেল


বেদানার বীজের তেল হালকা গরম করে মাথার ত্বকে মেখে নিন। আধ ঘণ্টা রেখে দিন ওই ভাবে। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। রুক্ষ চুল রেশমের মতো নরম করে এই তেল। আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে।


৩. বেদানার রস ও মধুর মাস্ক


ছোট একটি পাত্রে বেদানার রস ও মধু মিশিয়ে মাস্ক তৈরি করে নিন। মাথার ত্বকে মেখে রেখে দিন আধ ঘণ্টা। তার পর শ্যাম্পু করে ফেলুন। স্ক্যাল্পের পিএইচের সমতা বজায় রাখতে সাহায্য করে এই মাস্ক। ফলে মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয় না। খুশকির সমস্যাও সামাল দেওয়া যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us