প্রথম ২০ বলে করেছিলেন ২১ রান। পাওয়ারপ্লের শেষ বলে ছক্কাটি না মারলে স্ট্রাইক রেট ১০০-এর নিচেই থাকত। তবে এরপর হাত খুলে খেলতে শুরু করেছেন তামিম ইকবাল।
ফিফটি ছুঁয়েছেন ৩৭ বলে। শেষ পর্যন্ত থেমেছেন স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে। ৫৪ বলে ৯১ রানের ইনিংসে সাজিয়েছেন ৭ চার ও ৬ ছক্কায়। গিয়ার বদলে শেষ ৩৪ বলে ৭০ রান নিয়েছেন তামিম। তাঁর দারুণ ব্যাটিংয়েই জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগকে ১৮৩ রানের বড় লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম বিভাগ।
সোহাগ গাজী-ফজলে রাব্বি-আবদুল মজিদদের বরিশাল মাত্রই রান তাড়া করতে নেমেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তামিমের ঝোড়ো ব্যাটিংয়ের দিনে তাঁর দল চট্টগ্রাম জিতবে কি না, তা ঘণ্টা দেড়েকের মধ্যে জানা যাবে।