শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং নাগরিক সংগঠনগুলোর পক্ষ থেকেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার প্রত্যয় জানানো হয়।
আজ শনিবার সকাল থেকে রাজধানীর রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমবেত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদি।
পাশাপাশি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানেও রাজনৈতিক দল ও সংগঠন ছাড়াও সাধারণ মানুষের ঢল নামে।
রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসা রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে ছিল বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় নাগরিক কমিটি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, সম্মিলিত পেশাজীবী পরিষদ, গণফোরাম, জাতীয় পার্টি (জাপা), সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন ও সংস্থা।