সিরিজ নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করা জিম্বাবুয়ের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় রশিদ খানের দল। এতে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জয় করে সফরকারীরা।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। তবে সফরকারী বোলারদের দাপটে শুরু থেকেই জিম্বাবুয়ের অসহায়ত্বের ছবি ফুটে ওঠে। আজমতউল্লাহ ওমরজাই ও মুজিব উর রহমানের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি টপ অর্ডার। মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডারে রশিদ খান ঘূর্ণিজাদুতে ভেলকি দেখান।