রংপুরে আগুন পোহাতে গিয়ে তিন দিনে ৬ নারী দগ্ধ, একজনের মৃত্যু

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:১৬

মৌসুমের শুরুতেই উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় জবুথবু মানুষ। কিছুটা উষ্ণতা পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই।


আগুন পোহাতে গিয়ে তিন দিনে ছয় নারী দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে।


এ ছাড়া আশঙ্কাজনক অবস্থা একজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং দুইজনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ।


নিহত জবা বেগম (৪০) রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


গ্রামাঞ্চলে শীতের তীব্রতা অনেক বেশি। আর শীত থেকে রক্ষা পেতে খড়কুটা জ্বালিয়ে কিংবা চুলায় আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত পরনের কাপড়ে আগুন লেগে অনেকেই দগ্ধ হচ্ছেন।


এর মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামের জফুনা বেগম (৮৫) এবং দিনাজপুরের বিরল উপজেলার আলুবাড়ি গ্রামের গৃহবধূ পপি আক্তার আশঙ্কাজনক অবস্থা রংপুর মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসা নিচ্ছেন। তাদের শ্বাসনালীসহ ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us