চ্যাম্পিয়নস ট্রফি কি তবে ওয়ানডে বদলে টি-টোয়েন্টিতে রূপ নেবে

প্রথম আলো প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ২০:৩৩

চ্যাম্পিয়নস ট্রফির আয়োজনকে ঘিরে অনিশ্চয়তার মেঘ যেন কাটছেই না। কোনো অবস্থাতেই আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয় ভারত। আগের নমনীয় অবস্থান থেকে সরে এসে পাকিস্তানও নিয়েছে কঠোর অবস্থান। ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্ট আয়োজনে রাজি হলেও সঙ্গে জুড়ে দিয়েছে কঠিন শর্ত।


পাকিস্তানের দেওয়া শর্ত অনুযায়ী লভ্যাংশ বৃদ্ধি ও ক্ষতিপূরণের পাশাপাশি ভারতের সঙ্গে ‘পার্টনারশিপ ফর্মুলা’র প্রস্তাব দিয়েছে তারা। এই ফর্মুলায় ভারতের মতো পাকিস্তানও ভবিষ্যতে সে দেশে খেলতে যাবে না। তবে পাকিস্তানের এমন শর্ত প্রত্যাখ্যান করেছে ভারত। ফলে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে অচলাবস্থার শেষ হচ্ছে না।

এই সংকট কবে কাটবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত না হলেও প্রস্তুতির সময় দ্রুত পেরিয়ে যাচ্ছে। এরই মধ্যে পেরিয়ে গেছে সূচি ঘোষণার সময়সীমাও। যা সব মিলিয়ে গোটা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে।


এদিকে দ্রুত এই সংকট না কাটলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ। সেটা এমন যে, ওয়ানডে সংস্করণ থেকে বদলে পুরো আয়োজনটি টি-টোয়েন্টি সংস্করণে রূপ নিতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us