আইফোন-পিসি ফাইল শেয়ার পরীক্ষা করছে মাইক্রোসফট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৮

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ‘ফোন লিংক’ অ্যাপ ও ‘লিংক টু উইন্ডোজ’ অ্যাপের মাধ্যমে সরাসরি আইফোন, উইন্ডোজ ১১ বা ১০-এর মধ্যে ফাইল আদানপ্রদান করার ফিচার আসছে।


গেল বুধবার ঘোষণা দেওয়া এ ফিচার এরইমধ্যে উইন্ডোজ ইনসাইডার্স ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। উইন্ডোজ ইনসাইডার্স হল মাইক্রোসফটের সফটওয়্যার ও ফিচার পরীক্ষা করার একটি বিশেষ প্ল্যাটফর্ম।


উইন্ডোজ ইনসাইডার্স ব্যবহারকারীরা এখন সর্বশেষ ‘ফোন লিংক’ অ্যাপ আপডেট ডাউনলোড করতে পারেন। আর নতুন ফিচারের মাধ্যমে আইফোন থেকে পিসিতে বা পিসি থেকে আইফোনে ফাইল শেয়ার করতে পারেন।


আইফোন থেকে পিসিতে ফাইল শেয়ার করার জন্য প্রথমে ফাইলটি খুঁজে বের করুন, শেয়ার আইকনে চাপুন এবং শেষে ‘লিংক টু উইন্ডোজ’ অপশনটি বেছে নিন। সেখান থেকে কোন ডিভাইসের সঙ্গে ফাইল শেয়ার করবেন সেটি বেছে নেবেন।


পিসি থেকে আইফোনে ফাইল নেওয়ার জন্য প্রথমে ফাইলগুলো বেছে নিন। রাইট ক্লিক করুন এরপর ‘মাই ফোন’ অপশনটি বেছে নিন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us