ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, তিনজনই ঢাকা সিটিতে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৫

দেশে একদিনে ডেঙ্গুতে আরও পাঁচজনের প্রাণ গেছে; নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৪ জন।


এ নিয়ে মশাবাহিত এই রোগে চলতি বছর ৫৪১ জনের মৃত্যু হল। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৯৭ হাজার ৯৪৭ জনে।


বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে দুইজন মারা গেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম এবং রংপুর বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে আরও তিনজন মারা গেছেন।


নতুন করে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৫৪ জন, ঢাকা বিভাগে ২৯ জন, ময়মনসিংহে ৭ জন, চট্টগ্রামে ৫১ জন, খুলনায় ৪১ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগে ৪১ জন ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৮৪০ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৩৭ জন; আর ১ হাজার ১০৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।


এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৮ হাজার ৭৬৩ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ১৮৪ জন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us