ঢাকায় রাহাত ফতেহ আলী খানের কনসার্ট দেখতে খরচ হবে যত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৩

জুলাই-অগাস্টের অভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারকে সহায়তার জন্য ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক যে কনসার্টে পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান গাইবেন, সেই কনসার্টের টিকেটের দাম ঠিক করেছে আয়োজকরা।


রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই কনসার্টটির আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্ম।


টিকেট মিলছে তিন ধরনের দামে।


আয়োজকদের মধ্যে সাদেকুর রহমান সানি গ্লিটজকে বলেন, "টিকেট বিক্রির প্ল্যাটফর্ম গেট সেট রকে তিন ক্যাটাগরির টিকেট পাওয়া যাচ্ছে।"


তিনি বলেছেন, 'ভিআইপি' টিকেটের দাম সবচেয়ে বেশি, ১০ হাজার টাকা। এই টিকেট কেনা দর্শকরা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।


এরপর রয়েছে 'ফ্রন্ট রো’; দাম সাড়ে ৪ হাজার টাকা। এছাড়া সাধারণ সারির টিকেট কিনতে খরচ হবে আড়াই হাজার টাকা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us