শুরুতেই জীবন পেলেন সৌম‍্য

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪০

শুরুতেই জীবন পেলেন সৌম্য


প্রথম ওভারেই বেঁচে গেলেন সৌম্য সরকার। আলজারি জোসেফের চতুর্থ বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দূর থেকে খেলার চেষ্টায় স্লিপে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার। কিন্তু সহজ ক্যাচ হাতে রাখতে পারেননি ব্র্যান্ডন কিং।


১ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩ রান। রানের খাতা খোলার অপেক্ষায় তানজিদ হাসান। জীবন পাওয়া বলে নেওয়া ১ রানে অপরাজিত সৌম্য।


উইন্ডিজ দলে আরও দুই অভিষেক


দ্বিতীয় ম্যাচে মার্কিনো মিন্ডলির অভিষেকের পর শেষটিতে আরও দুজনকে ওয়ানডে ক্যাপ দিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের হয়ে ২২৬ ও ২২৭তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে খেলতে নামবেন আমির জাঙ্গু ও জেডিয়া ব্লেডস।


সব মিলিয়ে একাদশে ৪টি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। চোটের কারণে নেই আগের ম্যাচের নায়ক জেডেন সিলস। এছাড়া এক ম্যাচ খেলেই বাদ পড়েছেন মিন্ডলি। বিশ্রাম দেওয়া হয়েছে এভিন লুইস ও জাস্টিন গ্রেভসকে।


একাদশে ফিরেছেন আলিক আথানেজ ও আলজারি জোসেফ।


ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, রোস্টন চেইস, আমির জাঙ্গু, আলিক আথানেজ, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডিয়া ব্লেডস, আলজারি জোসেফ, রোমারিও শেফার্ড।



বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন


হোয়াইটওয়াশ এড়ানোর অভিযানে নিজেদের একাদশে তিনটি পরিবর্তন করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে নাসুম আহমেদ ও হাসান মাহমুদকে। এছাড়া একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।


দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানা।


বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।


টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


পরপর দুই ম্যাচে 'টেলস' ডাকলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু মুদ্রায় উঠল 'হেডস।' পরপর দুই ম্যাচ টস হারলেন বাংলাদেশ অধিনায়ক। তবে সিদ্ধান্ত একই রাখলেন শেই হোপ। টস জিতে সফরকারীদের আগে ব্যাটিংয়ে পাঠালেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।


আগের দুই ম্যাচের ব্যবহৃত উইকেটে শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে ভালো করার আশা মিরাজের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us