শ্বেতপত্রে আমরা জানাতে চেয়েছি, অন্তর্বর্তী সরকার উত্তরাধিকারসূত্রে কেমন অর্থনীতি পেয়েছে এবং যে অবস্থায় পেয়েছে, তার কাহিনি কী। এই বিস্তৃত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা বিভিন্ন পেশাগত গোষ্ঠীর মতামত এবং ভিন্ন ভিন্ন উৎস থেকে ডেটা বিবেচনা করে একটি সারগ্রাহী পদ্ধতি অনুসরণ করেছি।
ড. দেবপ্রিয় ভট্টাচার্যের দক্ষ নেতৃত্বে কমিটি নির্বিঘ্নে নির্মোহ কাজ করেছে। সরকারের কোনো অংশ বা স্তরের হস্তক্ষেপ ছিল না। আমরা যা অনুভব করেছি, যুক্তিযুক্ত এবং যথাসম্ভব প্রমাণিত, তা বলতে পেরেছি। ব্যক্তিগতভাবে এটি ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উপভোগ্য কাজ।
সংক্ষেপে, অন্তর্বর্তী সরকার লন্ডভন্ড অর্থনীতি পেয়েছে। বিকৃত তথ্য, মধ্য আয়ের ফাঁদ, বৈষম্যের আধিক্য, সামষ্টিক অর্থনীতির ভারসাম্যহীনতা, ব্যবস্থাপনার অযোগ্যতা এবং প্রতিষ্ঠানগুলোর দৈন্য। কীভাবে এই হযবরল-এর বিবর্তন ঘটল, তা বুঝতে বড় অন্তরায় তথ্যের বিশ্বাসহীনতা, যা কিনা পরিসংখ্যানকে রাজনৈতিক প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহারের কারণে ঘটেছে। প্রবৃদ্ধি, রপ্তানি, রিজার্ভ, রাজস্ব, প্রকল্প খরচ, খেলাপি ঋণ, বেকারত্ব, দারিদ্র্য এবং বিভিন্ন সামাজিক সূচক সুবিধামতো মালিশ করা হয়েছে।
দূষণের খোলসমুক্ত তথ্য বলে, আমাদের অর্থনীতি নিম্ন মধ্য আয়ের বৃত্তে আটকে আছে কোভিডের বেশ কিছু বছর আগে থেকে। এটি বিভিন্ন কাঠামোগত সূচক থেকে স্পষ্ট—যেমন রপ্তানির বৈচিত্র্য ও গভীরতা, বিনিয়োগের মান ও তীব্রতা, আর্থিক খাতের বিশ্বাস ও সচ্ছলতা বা তরুণদের উপার্জনের সুযোগ ও সমৃদ্ধিশীলতা।
দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে বাংলাদেশের ব্র্যান্ডিং একটি পরিসংখ্যানগত বিভ্রম। সরকারিভাবে রিপোর্ট করা জিডিপি বৃদ্ধির হার ইচ্ছাকৃতভাবে স্ফীত করা হয়েছে। ফলস্বরূপ, তারা ২০১০-এর দশকের মাঝামাঝি থেকে শুরু হওয়া প্রবৃদ্ধির হ্রাস ধরতে পারেনি।
ক্রমবর্ধমান বৃদ্ধির আখ্যান উচ্ছ্বাস সৃষ্টি করে বড় ক্ষতি করেছে। যাঁরা গুরুত্বপূর্ণ, তাঁরা প্রশ্ন ছাড়াই করতালি দিয়েছিলেন। তাঁরা বলেছেন যে তাঁরা সরকারি পরিসংখ্যান ব্যবহার করতে বাধ্য, যখন সরকার এটিকে প্রত্যয়িত হিসেবে ব্যাখ্যা করেছে। এটি সরকারি পরিসংখ্যানকে এমন বৈধতা দিয়েছে, যা কখনোই প্রাপ্য ছিল না।
এই তথ্যের ওপর ভিত্তি করে উন্নয়ন সহযোগীরা বাংলাদেশকে ঈর্ষণীয় উন্নয়ন মডেল হিসেবে ট্যাগ করতে থাকে। রান্না করা পরিসংখ্যানে পূর্ণ উন্নয়নের মিথ্যা আখ্যান আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা খেয়েছে। কর্তৃপক্ষ তাদের বয়ান প্রমাণ করার জন্য প্রতিটি সুযোগে এই প্রশংসাগুলো ব্যবহার করেছে।
হয়তো এই কারণেই আমরা ঘুমিয়ে পড়েছি বিভাজনের আধিক্যের সমাজে। ভোগ, আয়, সম্পদ, সুযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিচার, জেন্ডার—সব ক্ষেত্রেই। অনেকের সামাজিক গতিশীলতা এখনো জন্মের সময় ভাগ্যের ওপর পুরোটাই নির্ভরশীল। দারিদ্র্যসীমা উতরে গেলেও সেটিকে অতীতে পরিণত করার সংখ্যা দৃশ্যমান হতে পারেনি।
আজ ওপরে তো কাল নিচে, নিয়তি যদি সহায়ক না হয়। উন্নয়নের তথাকথিত জোয়ার প্রকৃতিকে অবজ্ঞা করে আগামীর সম্ভাবনাকে ডুবিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের ওপর বিনিয়োগের খরা জনসংখ্যাগত লভ্যাংশের অপচয় করেছে। সুবিধাভোগী নেতা-নেত্রীরা অলিগার্কদের সহযোগিতায় অসাধু পথে অর্জিত বিশাল পুঁজি বিদেশে জমিয়েছেন।