জর্ডানে সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বাশার আল-আসাদ সিরিয়া থেকে পালিয়ে যাওয়ার পর প্রথম বারের মতো তিনি মধ্যপ্রাচ্যে সফর করছেন। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার।
এই সফরে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন ব্লিঙ্কেন। আকাবা শহরে তারা বৈঠক করবেন। সিরিয়ার বর্তমান পরিস্থিতি তাদের এই আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জর্ডান সফর শেষ করে আঙ্কারায় যাবেন ব্লিঙ্কেন। সেখানে তিনি তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে জানিয়েছেন, এই সফরে সিরিয়ায় জবাবদিহিমূলক এবং প্রতিনিধিত্বমূলক সরকার গঠনে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়ে জোর দেবেন ব্লিঙ্কেন।