টাইমিংয়ে উন্নতি করেও বাংলাদেশের দুই সাঁতারুর বিদায়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে হিট টপকে সেমিফাইনালে ওঠার প্রত্যাশা থাকে না বাংলাদেশের কোনো সাঁতারুর। আন্তর্জাতিক এই বড় প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার আগে সবার কণ্ঠেই থাকে টাইমিংয়ে উন্নতির কথা। কেউ পারেন, কেউ পারেন না।


বুদাপেস্টে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাওয়ার আগেও টাইমিং উন্নতির লক্ষ্যের কথা বলেছিলেন দুই সাঁতার সামিউল ইসলাম রাফি ও যুথী খাতুন।


বৃহস্পতিবার নিজেদের শেষ ইভেন্টে দুইজনই টাইমিংয়ের উন্নতি করতে পেরেছেন। তবে যতসামান্য উন্নতিও যে পরের রাউন্ডে ওঠার জন্য যোজন যোজন পেছনে, সে বাস্তবতাও জানা ছিল তাদের। তাই তো হিট থেকেই ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপ পর্বের ইতি টেনে দেশে ফিরতে হচ্ছে তাদের।


পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সামিউল ২৫.০৯ সেকেন্ডে সময় নিয়ে সাঁতার শেষ করেন। ক্যারিয়ারে এটা তার রেকর্ড। কারণ গতমাসে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপে নৌবাহিনীর এই সাঁতারু রেকর্ড গড়েন ২৬.৭৯ সেকেন্ড সময় নিয়ে। সব হিট মিলিয়ে ৫১ জনের মধ্যে ৪৮তম হয়েছেন তিনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us