অস্টিওম্যালেসিয়া কী, কেন হয়

প্রথম আলো প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১৮:০১

অস্টিওম্যালেসিয়া রোগটি মূলত ভিটামিন ডির অভাবজনিত রোগ। এতে হাড় দুর্বল বা নরম হয়ে পড়ে। ভিটামিন ডির অভাবে শিশুদের যে রোগ হয়, সেটিকে বলে রিকেট। আর এ রোগ যখন বড়দের দেখা যায়, তখন বলে অস্টিওম্যালেসিয়া। 
কেন হয়


● পর্যাপ্ত ভিটামিন ডির অভাবে ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ের সঠিক গঠন করতে পারে না। আর ক্যালসিয়াম ও ফসফরাস খনিজ দুটি হাড়ে কম থাকলে তা নরম হাড়ে পরিণত হয়।


● খাবারের মাধ্যমে ভিটামিন ডি না পেলে এবং ত্বকে সূর্যালোক থেকে পাওয়া ভিটামিন ডি তৈরি না হলে এই ভিটামিনের ঘাটতি দেখা দেয়। কোনো কারণে ভিটামিন ডি শরীরে ঠিকমতো শোষিত হতে না পারলে, যেমন পাকস্থলী বা অন্ত্রের অস্ত্রোপচারের পর, যকৃতের অসুখ, সিলিয়াক ডিজিজ ইত্যাদিতেও ভিটামিন ডির ঘাটতি হয়। 


● ভিটামিন ডির বিপাকক্রিয়ায় কোনো সমস্যা হলেও ওই রোগ হতে পারে, যেমন রেনাল ফেইলিউর, রেনাল অস্টিওডিস্ট্রোফি ও কিছু ওষুধ (যেমন অ্যান্টিকনভালসেন্ট, সিডেটিব বা ঘুমের ওষুধ ও রিফামপিসিন) সেবন করলে। 


● এ ছাড়া রক্তে ফসফেটের পরিমাণ কমে গেলেও এ রোগ হয়। 



লক্ষণ 


● হাড়ের মধ্যে অস্বস্তি ভাব, পিঠ ও কোমরে ব্যথা, মাংসপেশির দুর্বলতা দেখা দিতে পারে। 


● রোগী সাধারণত ওপরে উঠতে কষ্ট ও দুর্বলতা অনুভব করেন।


● হাঁটতে গিয়ে সমস্যা হয়। খিঁচুনি দেখা দিতে পারে। মুখের মাংসপেশি নড়তে পারে। 


● সামান্য আঘাত বা কোনো আঘাত ছাড়াই শরীরে হাড় ভেঙে যেতে পারে। 


● হাড়ের এক্স-রে করলে ক্ষয়প্রাপ্ত ও ভাঙা মনে হয়। সাধারণত পাঁজরের হাড়, পায়ের ওপরের অংশের হাড় এবং শ্রোণিচক্রের হাড় বেশি আক্রান্ত হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us