ডেঙ্গুতে মৃত্যুর কারণ পর্যালোচনা করতে ডেথ রিভিউ কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। ডেথ রিভিউ, ন্যাশনাল র্যাপিড রেসপন্স টিম (NRRT) কর্তৃক বিভিন্ন রোগের তদন্ত কাজের একটি অংশ। প্রয়োজন বিশেষে, বিভিন্ন বিষয়ে স্বনামধন্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে রোগ প্রাদুর্ভাবের কারণ নির্ণয় এবং মৃত্যু পর্যালোচনার উদ্দেশ্যে ‘ডেথ রিভিউ কমিটি’ গঠন করা হয়।
পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বয়সী রোগীর অথবা বিভিন্ন রোগের জন্য ডেথ রিভিউ কমিটি আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন ভারত ও মালয়েশিয়াতেও ‘ডেঙ্গু ডেথ রিভিউ কমিটি’ আছে। বাংলাদেশে ২০১৭ সালে চিকুনগুনিয়া প্রাদুর্ভাব ও ২০১৮-২০১৯ সালে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধির তদন্ত পরিচালনার জন্য ডেথ রিভিউ কমিটি গঠন করা হয়েছিল।
সরকারি হিসাব মতে, বাংলাদেশে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিল এবং মারা গিয়েছিল ১৭০৫ জন। ২০২৪ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজারের বেশি এবং মারা গিয়েছে ৩৫১ জনেরও অধিক। যদিও এক সংখ্যাটি সম্পূর্ণ নয় কারণ এ সংখ্যাটি শুধুমাত্র যেসব হাসপাতালগুলো স্বাস্থ্য অধিদপ্তরকে রিপোর্ট করে তাদের সংখ্যা।