শাহ আমানতে সবজির ভেতর বৈদেশিক মুদ্রা

যুগান্তর প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৬

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি রিয়াল, ওমানি রিয়াল ও আমিরাতের দিরহামসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। সাকিব নেওয়াজ নামে ওই যাত্রী সবজির ভেতর লুকিয়ে এসব বৈদেশিক মুদ্রা পাচার করার চেষ্টা করেছিলেন।


মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বেবিচকের সহযোগিতায় তল্লাশি করে এসব মুদ্রাসহ ওই যাত্রীকে আটক করা হয়।


বুধবার তাকে এ সংক্রান্ত মামলায় আদালতে পাঠিয়েছে পতেঙ্গা থানা পুলিশ।


গ্রেফতার সাকিব নেওয়াজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ হরিনা ওয়ার্ডের আবদুল মোনাফের ছেলে।


বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বহির্গমন ৭ নম্বর গেটে এনএসআই এবং কাস্টমস টিম অভিযান পরিচালনা সাকিব নেওয়াজ নামে ওই যাত্রীকে আটক করে। তিনি ব্যাগেজে সবজির ভেতর লুকিয়ে বৈদেশিক মুদ্রাগুলো পাচার করার চেষ্টা করেছিলেন। এসব মুদ্রার আনুমানিক মূল্য ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা। উদ্ধার করা বিদেশি মুদ্রা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে বিমানবন্দর এনএসআই সুপারিশে ওই যাত্রীকে সংশ্লিষ্ট পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us