কোয়ান্টাম কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সমন্বয় ঘটালে শিগগিরই মানুষের মতো সক্ষমতাওয়ালা রোবটের দেখা মিলবে, এমনই দাবি করেছেন আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল।
সম্প্রতি পরবর্তী প্রজন্মের কম্পিউটিং ও মেকানিকাল নকশায় যে অগ্রগতি দেখা গেছে, তা নিয়ে নতুন একটি গবেষণাপত্র লিখেছেন এ বিজ্ঞানীরা। তাদের দাবি, শিগগিরই ‘কোয়ান্টাম রোবটিক্স’-এর মতো নতুন খাত আবির্ভূত হবে, যা প্রচলিত রোবটিক্সের বিভিন্ন প্রযুক্তিগত সীমাবদ্ধতা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“কোয়ান্টাম গণনা ও কৃত্রিম বুদ্ধিমত্তা দুটিই এমন যুগান্তকারী প্রযুক্তি হিসাবে দেখা হচ্ছে, যা আমাদের বর্তমান ও ভবিষ্যৎকে পাল্টে দেবে। আর এ দুই প্রযুক্তির সমন্বয়ে রোমাঞ্চকর কম্পিউটিং সক্ষমতা এবং মানব-স্তরের বুদ্ধিমত্তা তৈরির সম্ভাবনা আছে,” ‘কোয়ান্টাম রোবটিক্স: এ রিভিউ অফ ইমার্জিং ট্রেন্ডস’ শীর্ষক নতুন এক গবেষণাপত্রে লিখেছেন গবেষকরা।