যে টাকা পাই, তার চেয়ে বুটের দাম বেশি: মেহরাব হোসেন সামিন

আজকের পত্রিকা প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৩

প্রথমবার জুনিয়র হকির বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দেশের হকির ইতিহাসে যেটা সবচেয়ে বড় অর্জন। এই অর্জন কীভাবে সম্ভব হয়েছে, সেটা ওমানের মাসকট থেকে বিস্তারিত বললেন দলের অধিনায়ক মেহরাব হোসেন সামিন। কাল ফোনে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন জহির উদ্দিন মিশু


প্রশ্ন: প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিল বাংলাদেশ। এই অর্জনের পর মনের ভেতর কেমন অনুভূতি কাজ করছে?


মেহরাব হোসেন সামিন: এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। ২০২১ থেকে জানতাম যে ২০২৫ বিশ্বকাপে ২৪ দল খেলবে। এরপর থেকেই আমরা মানসিকভাবে নিজেদের প্রস্তুত করছিলাম। তখন আমরা বিকেএসপির শিক্ষার্থী। ওই সময়ই পরিকল্পনা শুরু, মনস্থির করি, যদি ঠিকঠাক খেলা চালিয়ে যাই, অবশ্যই বাংলাদেশের হকিকে অনেক দূর নিয়ে যেতে পারব। আমাদের সবার বিশ্বকাপ খেলার স্বপ্নও পূরণ করতে পারব। এই যে একটু একটু করে এগিয়ে যাওয়ার পর এত বড় অর্জন। সত্যি এই অনুভূতির সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না।



প্রশ্ন: বড় সাফল্য ছোঁয়ার স্বপ্ন দেখাটা কবে কীভাবে শুরু?


সামিন: ২০২১ সালে যখন বিকেএসপি থেকে বের হব, তখন মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথই আমাদের স্বপ্ন দেখান যে চাইলে ২০২৫ সালের বিশ্বকাপে খেলতে পারবে। কারণ, সেখানে দলের সংখ্যা বাড়বে ৷ তিনি আমাদের বিষয়টা বুঝিয়ে বলেন। সেই থেকেই আমাদের স্বপ্ন দেখা শুরু। চুক্তি শেষে তিনি মালয়েশিয়ায় চলে যান। এরপর যাঁরা কোচ হয়ে এসেছিলেন, সবার সঙ্গে আমরা এটা নিয়ে কাজ করেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us