পিটিআইয়ের অবগুণ্ঠিত মুখ বুশরা বিবি

আজকের পত্রিকা সুচিত্রা কার্তিকেয়ান প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের ‘ডু অর ডাই’ (করব অথবা মরব) শীর্ষক বিক্ষোভ সমাবেশের আগের কথা। গত ২২ নভেম্বর একটি বিরল ভিডিও বার্তা দিলেন পিটিআই-প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। সেখানে বললেন, ‘এটি পাকিস্তানের স্বাধীনতার লড়াই।’ ৪৯ বছর বয়সী এই নারী জেল থেকে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে যোগ দেওয়ার জন্য পিটিআই সমর্থকদের রাজধানীতে বেশি বেশি সংখ্যায় জড়ো হওয়ার জন্য আবেদন করেছিলেন।


২৫-২৬ নভেম্বর এ দুই দিনের বিক্ষোভে ইসলামাবাদ স্থবির হয়ে পড়ে। এ সময় বুশরা বিবির নেতৃত্বে হাজার হাজার পিটিআই সমর্থক সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইসলামাবাদকে মিছিলের নগরীতে পরিণত করে। ইসলামাবাদে খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুরের সঙ্গে একটি ট্রাকে করে অপ্রত্যাশিতভাবে হাজির হন বুশরা বিবি। বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের প্রতিশ্রুতি দিতে হবে যে ইমরান খান এখানে না আসা পর্যন্ত আপনারা চলে যাবেন না।’ যা-ই হোক, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যকার সংঘর্ষ সহিংস হয়ে উঠলে বুশরা ও গন্ডাপুর রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা ‘রেড জোন’ থেকে পিছু হটলেন। ওই এলাকায় পাকিস্তানের সরকারি ভবনগুলো রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us