ভারতীয় রুপির দর আরো কমল

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:২৩

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির রেকর্ড দরপতন হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রুপির দর কমে যেকোনো সময়ের চেয়ে সর্বনিম্নে নেমেছে। এর বিপরীতে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। অফশোর চীনা ইউয়ানের দাম কমেও এক বছরে সর্বনিম্ন হয়েছে।

মঙ্গলবার ভারতীয় মুদ্রার দর কমে প্রতি ডলার হয় ৮৪.৭৫ রুপি। যদিও দিন শেষে সামান্য বেড়ে হয় ৮৪.৬৮ রুপি। অন্যদিকে ডলারের সূচক বেড়ে হয় ১০৬.৫০। 


বিশ্লেষকরা বলছেন, রুপির দরপতন আরো বেশি হতো, কিন্তু ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআইর হস্তক্ষেপের কারণে তা কিছুটা রোখা গেছে।


আরবিআই রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নিয়েছে। ফলে দরপতন কিছুটা থেমেছে। তবে রুপির ধারাবাহিক দরপতনকে ব্যবসায়ীরা উদ্বেগজনক বলছেন। কয়েক মাস ধরেই রুপির দর রুখতে বাজারে হস্তক্ষেপ করছে আরবিআই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us