প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি: সোহেল তাজ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:১১

ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।


মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন তিনি।


ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘বিজয়ের মাস ডিসেম্বর- লাখ লাখ প্রাণের বিনিময়ে একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি কোনো বিদেশি/প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করার জন্য না। আজ যারা বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন এবং আমাদের কূটনৈতিক মিশনে হামলা চালাচ্ছেন, আপনাদের বলবো এটা এখনই বন্ধ করুন।’


তিনি আরও লেখেন, ‘আমরা সবার সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সেটা হতে হবে আমাদের মর্যাদা সংরক্ষণ করে এবং সমতার ভিত্তিতে। আর সেটা যদি করতে না পারেন তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র রুখে দেবে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সব ত্যাগ করতে প্রস্তুত থাকবে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us